সেইলর ২য় বরিশাল ম্যারাথন সাময়িকভাবে স্থগিত ঘোষণা

সেইলর ২য় বরিশাল ম্যারাথন সাময়িকভাবে স্থগিত ঘোষণা

সেইলর ২য় বরিশাল ম্যারাথন সাময়িকভাবে স্থগিত ঘোষণা
দেশের করোনা ভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার প্রেক্ষিতে “সেইলর ২য় বরিশাল ম্যারাথন ২০২২” সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ যথাসময়ে সকলকে জানানো হবে। সকলের আন্তরিক বিবেচনা একান্তভাবে কাম্য এবং উদ্ভূত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী তারিখ নির্ধারিত না হওয়া পর্যন্ত কিট বিতরণও স্থগিত থাকবে। কিট বিতরণ/সংগ্রহ করার যে অপশন আপনার রেজিস্ট্রেশনের সময়ে উল্রেখ করেছেন, সেভাবেই পরবর্তীতে বিতরণ করা হবে। তবে কেউ কিট বিতরণ/সংগ্রহের স্থান/ঠিকানা/অপশন আপডেট করতে চাইলে [email protected] ঠিকানায় ইমেইল পাঠিয়ে জানাবেন। কিট বিতরণ প্রক্রিয়াটি সহজ ও আপনাদের সুবিধা অনুযায়ী করার চেষ্টা সবসময়েই অব্যাহত থাকবে। তবে একান্ত জরুরী প্রয়োজন না হলে কিট সংগ্রহ/বিতরণের স্থান পরিবর্তন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।

Published on: Thursday, 20 January 2022, 12:17 am | Last update: Tuesday, 8 March 2022, 10:57 pm | Total views: 279.

INTERNATIONAL WOMEN DAY VIRTUAL RUN

8 - 31 March 2023