DHAKA International 10K
Where Every Step Tells a Story!
AIMS সার্টিফাইড রুটে আয়োজিত হবে বরিশাল ম্যারাথন
২য় বরিশাল ম্যারাথন ২০২২ কে সামনে রেখে ম্যারাথন রুট AIMS সার্টিফাইড করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং AIMS কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় যোগাযোগ ও প্রস্তুতি সম্পন্ন করে রুট পরিমাপের ব্যবস্থা নেওয়া হয়। AIMS মনোনীত প্রতিনিধি আমির শানেদেওয়ান রুট পরিমাপের জন্য ১৯-২০ নভেম্বর ২০২১ বরিশালে অবস্থান করেন। এসময় পরিমাপ পর্যবেক্ষণ ও সহযোগিতার জন্য বাংলাদেশে এথলেটিক্স ফেডারেশনের মনোনীত কর্মকর্তা ওহাব খানও উপস্থিত ছিলেন। রুট পরিমাপের যথাযথ পদ্ধতি ও প্রক্রিয়া সম্পন্ন করে বরিশাল ম্যারাথনের নির্ধারিত চারটি ক্যাটাগরি যথাক্রমে: ৫ কিমি. ও ১০ কিমি. রান, হাফ ম্যারাথন ও ম্যারাথন দূরত্ব নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে বরিশাল ম্যারাথনের পরিমাপকৃত রুটটি AIMS সার্টিফাইড রুট হিসেবে বিবেচিত হবে।
DHAKA International 10K
Where Every Step Tells a Story!