AIMS সার্টিফাইড রুটে আয়োজিত হবে বরিশাল ম্যারাথন

AIMS সার্টিফাইড রুটে আয়োজিত হবে বরিশাল ম্যারাথন

AIMS সার্টিফাইড রুটে আয়োজিত হবে বরিশাল ম্যারাথন
২য় বরিশাল ম্যারাথন ২০২২ কে সামনে রেখে ম্যারাথন রুট AIMS সার্টিফাইড করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং AIMS কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় যোগাযোগ ও প্রস্তুতি সম্পন্ন করে রুট পরিমাপের ব্যবস্থা নেওয়া হয়। AIMS মনোনীত প্রতিনিধি আমির শানেদেওয়ান রুট পরিমাপের জন্য ১৯-২০ নভেম্বর ২০২১ বরিশালে অবস্থান করেন। এসময় পরিমাপ পর্যবেক্ষণ ও সহযোগিতার জন্য বাংলাদেশে এথলেটিক্স ফেডারেশনের মনোনীত কর্মকর্তা ওহাব খানও উপস্থিত ছিলেন। রুট পরিমাপের যথাযথ পদ্ধতি ও প্রক্রিয়া সম্পন্ন করে বরিশাল ম্যারাথনের নির্ধারিত চারটি ক্যাটাগরি যথাক্রমে: ৫ কিমি. ও ১০ কিমি. রান, হাফ ম্যারাথন ও ম্যারাথন দূরত্ব নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে বরিশাল ম্যারাথনের পরিমাপকৃত রুটটি AIMS সার্টিফাইড রুট হিসেবে বিবেচিত হবে।
বরিশাল ম্যারাথনের জন্য AIMS সার্টিফাইড রুট
বরিশাল ম্যারাথনের জন্য AIMS সার্টিফাইড রুট পরিমাপ পর্যবেক্ষণ করছেন বাংলাদেশে এথলেটিক্স ফেডারেশনের প্রেরিত কর্মকর্তা ওহাব খান
AIMS সার্টিফাইড রুটে আয়োজিত হবে বরিশাল ম্যারাথন

Published on: Friday, 21 January 2022, 10:28 pm | Last update: Tuesday, 8 March 2022, 10:57 pm | Total views: 483.

LATEST POSTS

3rd BARISHAL MARATHON 2024

Run for Unity in Diversity