২য় বরিশাল ম্যারাথন আয়োজন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

২য় বরিশাল ম্যারাথন আয়োজন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

২য় বরিশাল ম্যারাথন আয়োজন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
“২য় বরিশাল ম্যারাথন ২০২২” আয়োজনের বিস্তারিত নিয়ে গত ১১ ডিসেম্বর ২০২১ খ্রি. শনিবার, সকাল ১১টায় কীর্তনখোলা মিলনায়তন, আর্যলক্ষ্মী ভবন, ৯৯ সদর রোড, বরিশাল-এ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক সংগঠন কসমিক কালচারের সাধারণ সম্পাদক ও রেস ডিরেক্টর যোয়েল কর্মকার গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্খিত ছিলেন কসমিক কালচারের সভাপতি ড. অনীশ মণ্ডল, কোষাধ্যক্ষ সন্দীপ সাহা ও ট্রাস্টি সদস্য আতাউর রহমান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।
২য় বরিশাল ম্যারাথন আয়োজন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

Published on: Sunday, 23 January 2022, 10:41 pm | Not updated since Sunday, 23 January 2022, 10:41 pm | Total views: 470.

LATEST POSTS

3rd BARISHAL MARATHON 2024

Run for Unity in Diversity