অনুষ্ঠিত হলো সেইলর ২য় বরিশাল ম্যারাথন ২০২২
কসমিক কালচার-এর উদ্যোগে বরিশাল শহরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো সেইলর ২য় বরিশাল ম্যারাথন ২০২২। ম্যারাথন, হাফ ম্যারাথন, ১০ কিমি. ও ৫ কিমি. রান এই চারটি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় সাড়ে চারশ’ রানার এতে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছিলেন। বেসরকারিভাবে প্রথমবারের মতো দেশে AIMS সার্টিফাইড ম্যারাথন অর্থাৎ ৪২.১৯৫ কিমি. দূরত্বের এই ইভেন্টটি সরকারি ব্রজমোহন কলেজ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। সকাল সাড়ে পাঁচটায় ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় উপ-কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন। স্বাগত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও পারষ্পরিক সহানুভূতিশীলতার মধ্যে দিয়ে যেমন সম্প্রীতির বাংলাদেশ গঠন সম্ভব, তেমনি মানবিক বিকাশের পথও সুগম হয়। তিনি এই ধরনের সামাজিক উদ্যোগের সাধুবাদ জানান এবং এর ধারাবাহিক সাফল্য কামনা করেন।
এই ম্যারাথনে পুরুষদের মধ্যে ম্যারাথন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন আরিফুর রহমান, হাফ ম্যারাথন ক্যাটাগরিতে মোঃ আলামিন, ১০ কিমি. ক্যাটাগরিতে মোঃ নয়ন, ৫ কিমি. ক্যাটাগরিতে সাজ্জাদুল ইসলাম। নারীদের মধ্যে হাফ ম্যারাথন ক্যাটাগরিতে বিজয়ী হন নাসরিন বেগম, ১০ কিমি. ক্যাটাগরিতে সুমনা হক, ৫ কিমি. ক্যাটাগরিতে শাহানা লিলি। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার এবং কসমিক কালচারের সভাপতি ড. অনীশ মণ্ডল। অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা স্মারক ও সকল ফিনিশার্স রানারদের মেডেল প্রদান করা হয়।
3rd BARISHAL MARATHON 2024
Run for Unity in Diversity