বরিশাল ম্যারাথনের তৃতীয় আয়োজন “বিচ হাফ ২০২৪” অনুষ্ঠিত

বরিশাল ম্যারাথনের তৃতীয় আয়োজন “বিচ হাফ ২০২৪” অনুষ্ঠিত

বরিশাল ম্যারাথনের তৃতীয় আয়োজন “বিচ হাফ ২০২৪”
বরিশাল ম্যারাথনের তৃতীয় আয়োজন “বিচ হাফ ২০২৪” অনুষ্ঠিত হয়েছে সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। ১ মার্চ ২০২৪ খ্রি. অনুষ্ঠিত হাফ ম্যারাথনের প্রতিপাদ্য ছিল “সকলের অংশগ্রহণ, হ্রাস পাবে প্লাষ্টিক দূষণ”। প্রায় ৩০০ অপেশাদার ও শৌখিন দৌড়বিদ হাফ ম্যারাথন ও ১০ কিলোমিটার রানে অংশ নেন। দৌড়বিদরা ভোর ৬টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে রান শুরু করে লেবুর বন পর্যন্ত যান, সেখান থেকে আবার জিরো পয়েন্টে ফিরে আসেন।
বিচ রান বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হলেও সম্পূর্ণ সমুদ্র সৈকতে হাফ ম্যারাথন আয়োজন বাংলাদেশে এটাই প্রথম, যা রানারদের এক ভিন্ন অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছে। পাকা সড়কে রানের তুলনায় সৈকতে রান করা অনেকক্ষেত্রেই চ্যালেঞ্জিং হয়ে থাকে।
এই সামাজিক আয়োজন সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাত্যহিক জীবনে প্লাস্টিকজাত পণ্য ব্যবহার হ্রাসকরণে সবার অংশগ্রহণের মধ্যে দিয়েই বৈশ্বিক দূষণ কমাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

Published on: Sunday, 3 March 2024, 09:15 pm | Last update: Monday, 2 September 2024, 10:09 pm | Total views: 671.

Leave A Comment